গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাবিবের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা । 603 0
ছবি, হাবিবুর রহমান হাবিব
আমজাদ হোসেন মুকুল
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জোড়পুকুর পাড়ের হাবিব ডায়াগনস্টিক সেন্টার এর মালিক হাবিবুর রহমান।বন্ধুত্বের সূত্র ধরে,ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা সুচারুভাবে পরিচালনার জন্য টাকা ধার নেন হাবিবুর রহমান। ধারকৃত টাকার বিষয়ে একাধিকবার দেন দরবার হয়েছিল উভয়ের মধ্যে কিন্তু কথা রাখতে পারেনি হাবিবুর রহমান । ধারের টাকা চাইতে গেলে দেই,দিব, দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন হাবিব । গাজীপুরের বরুদা এলাকার মোঃ জাহাঙ্গীর আলম বাদল (বাদী) ও হাবিবুর রহমান (বিবাদী) ২০১৭ ইং সালে স্থানীয় লোকজনের উপিস্থিতে উল্লেখিত ৪২,০০,০০০( বিয়াল্লিশ লক্ষ) টাকা ফেরত দেওয়ার সময় চেয়ে অঙ্গিকার নামা প্রদান করে,কিন্তু সেখানেও সৃষ্ট সমস্যার সমাধান হয়নি ।যথা সময়ে টাকা পরিশোধ করতে না পারায় জাহাঙ্গীর আলম বাদলকে প্রথমে ৩৬,০০,০০০ লক্ষ টাকা এবং পরে আর ৬,০০,০০০ টাকার চেক প্রদান করেন হাবিবুর রহমান। কিন্তু ব্যাংকে পর্যাপ্ত পরিমান ব্যালান্স না থাকায় চেক প্রত্যাখাত হয় । পরবর্তীতে জাহাঙ্গীর আলম বাদল, চেকে উল্লেখিত তারিখে টাকা উত্তোলন করতে না পারার কারণে চেক ডিজনার স্লীপ নিয়ে কোর্টে মামলা করেন। জাহাঙ্গীর আলম বাদল জানান হাবিবের বিরুদ্ধে গাজীপুর যুগ্ম জেলা জজ আদালত-১এ মামলা নং-২১০/১৯, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-১৭৮৮/১৭ সহ আরো একাধিক মামলা চলমান রয়েছে।